পদত্যাগ করলেন শেখ হাসিনা, গণভবন ছেড়ে ‘নিরাপদ স্থানে’র দিকে যাত্রা: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২৪, ১০:৩৭ এএম

পদত্যাগ করলেন শেখ হাসিনা, গণভবন ছেড়ে ‘নিরাপদ স্থানে’র দিকে যাত্রা: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারযোগে ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে উড্ডয়ন করেন তিনি।

আরও পড়ুন: গণমাধ্যম: গণভবনে প্রবেশ করেছে ছাত্র-জনতা

সূত্র জানায়, হেলিকপ্টারে করে তারা ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনা প্রধান

এএফপি জানায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগ পাননি তিনি।

Link copied!