এখনও স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৬, ২০২৪, ১২:২০ পিএম

এখনও স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি: গয়েশ্বর

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দেশ যে উদ্দেশে স্বাধীন হয়েছিল তা এখনো বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বর বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশে গণতন্ত্র, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নেই।’

তিনি বলেন, ‘সরকার গুটিকয়েক লোকের মাধ্যমে অর্থ লুট করে রাষ্ট্রীয় কোষাগার খালি করেছে।’

গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও জানান তিনি।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপরাসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, মাসুদ আহমেদ তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ডা. রফিকুল ইসলাম ও আমিনুল হকসহ অন্যান্যরা।

Link copied!