অতি দরদ দেখাতে গিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করে, এমন কাউকে দরকার নাই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৩, ০৪:৩১ পিএম

অতি দরদ দেখাতে গিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করে, এমন কাউকে দরকার নাই: ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনি পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করছেন।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সেশনে চলা পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণ দিবে আওয়ামী লীগের প্রশিক্ষণ উপ কমিটি। এতে অংশ নেয় দেশব্যাপী নৌকার প্রার্থীদের মনোনীত প্রতিনিধিরা।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলীয় এজেন্টদের দায়িত্বশীল হতে হবে, দলের সুনাম যেন অক্ষুণ্ণ  থাকে এমন এজেন্ট আমাদের দরকার। এজেন্টরা অনেক সময় অকাজের হোতা হয়ে যায়। ভেতরে বসে দলের অতি দরদ দেখাতে গিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করে। এমন এজেন্টের দরকার নেই।

তিনি আরও বলেন, ভোট শুরু হওয়ার অন্তত আধাঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সব আনুষ্ঠানিকতা রেজাল্ট পর্যন্ত থাকতে হবে। মাঝখানে ইচ্ছে হলো চলে গেলেন ঘুরে আসি তা চলবে না।

এই কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী বলেন, “পোলিং এজেন্টের কাজটা সহজ যা সকলেই জানে তবে নতুন করে সংযোজন-বিয়োজন ও পরিবর্তন সম্পর্কে তাদের অবগত করা হবে।”

Link copied!