জানুয়ারি ২২, ২০২৫, ০৫:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছে, ‘যুক্তরাষ্ট্রে যিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়বে না।’
বুধবার, ২২ জানুয়ারি গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির এই নেতা। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই মতোই থাকবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
এ ছাড়া জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়েও কথা বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, ‘২০২৫ সালের মধ্যেই ভোটের দাবিতে বিএনপির সঙ্গে সমমনা দলগুলোও একমত। ভোটের দাবি সরকার প্রত্যাখ্যান করলে আন্দোলনের চিন্তা করবে বিএনপি।’
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে খেলাফত মজলিসের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদির বলেন, ‘২০২৫ সালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে।’
অন্যদিকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, বিগত আন্দোলন সংগ্রামে যারা বিএনপির সঙ্গে মাঠে ছিল, ভবিষ্যতে তাদের মূল্যায়ন করা হবে।