ঢাকাবাসীর জন্য গুগল ম্যাপের ৫টি প্রয়োজনীয় ফিচার

শামস তারেক আজিজ

ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৩:৩১ পিএম

ঢাকাবাসীর জন্য গুগল ম্যাপের ৫টি প্রয়োজনীয় ফিচার

ছবি: সংগৃহীত

প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে যেভাবে সহজ করছে এর মধ্যে গুগল ম্যাপ অন্যতম। প্রাত্যহিক জীবনে আমরা সহজে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে কিংবা দিকনির্দেশনা ও দূরত্ব জানতে গুগল ম্যাপের ব্যবহার করে থাকি। অ্যাপটির সাহায্যে অচেনা পথ পেরিয়েও নির্দিষ্ট গন্তব্যে দ্রুত পৌছানো সম্ভব।

প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ অ্যাপটির লুকানো ফিচারগুলো সম্পর্কে জানেন না অনেকে। গুগল ম্যাপের অজানা ও গুরুত্বপূর্ণ ৫টি ফিচার নিয়েই আজকের প্রতিবেদন।

ড্রপড পিন

ড্রপড পিন ফিচারের সাহায্যে মূলত গুগল ম্যাপে কোন স্থানকে নিজের মতো করে সেইভ করে রাখা যায়। পরবর্তীতে সেটি অ্যাপের সার্চ বক্সে সার্চ করলে খুব সহজেই সেই স্থানটিকে খুঁজে পাওয়া সম্ভব।

এই ফিচারটি ব্যাবহার করতে হলে প্রথমে গুগল ম্যাপ অ্যাপে প্রবেশ করতে হবে। সেখান থেকে স্ক্রল করে যে স্থানটিকে পরবর্তী সময়ের জন্য আপনার পছন্দের নামে সংরক্ষণ করতে চান , সেই স্থানে ট্যাপ করে চেপে ধরে রাখতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে একটি পিন সেখানে সেইভ হয়ে যাবে। সেই পিনটিতে আবার ট্যাপ করলে  একটি নতুন অপশন খুলবে। সেখান থেকে ডানে সোয়াপ করে লেবেল অপশনটিকে ট্যাপ করে নির্দিষ্ট নামে সংরক্ষণ করতে হবে।

লাইভ লোকেশন শেয়ারিং

নানা কাজে আমাদের অনেকের সাথে লাইভ লোকেশন শেয়ারের প্রয়োজন হয়ে থাকে। এ কাজের জন্য আমরা অনেকেই ম্যাসেঞ্জার কিংবা হোয়াটস অ্যাপের মতো মাধ্যমগুলো ব্যবহার করে থাকি। তবে অনেকে জানেন না গুগল ম্যাপের সাহায্যে নিজেদের সার্বক্ষণিক অবস্থান অন্য কারো সাথে শেয়ার করা সম্ভব। লিংক শেয়ারের পর সেই ব্যক্তিও চাইলে  একই অ্যাপেই নিজের এবং অপরজনের অবস্থান দেখতে পারবেন।

গুগল ম্যাপে নিজের লাইভ লোকেশন শেয়ার করতে চাইলে প্রথমে অ্যাপে প্রবেশ করে নিজের অবস্থান অর্থাৎ নীল বৃত্তটিতে ট্যাপ করতে হবে। এরপরই আরেকটি মেন্যুতে শেয়ার লোকেশন  অপশনে ক্লক করে  নিদ্রিষ্ট সময়সীমা নির্ধারণ করে লিংক কপি করে নিতে হবে। এই লিঙ্ক শেয়ারের মাধ্যমে সেই ব্যাক্তি চাইলে আপনার সার্বক্ষণিক অবস্থান নিদ্রিষ্ট সময়ের জন্য দেখতে পারবে। এ ছাড়াও আপনার ফোনের ব্যাটারীতে কত শতাংশ চার্জ রয়েছে তাও দেখতে পারবে।

অফলাইন ম্যাপ  

হরহামেশাই আমরা অনেক স্থানে গেলে এবং  সেখানে মোবাইল নেটওয়ার্ক দূর্বল থাকলে আমাদের নানা রকম সমস্যার সম্মুক্ষিন হতে হয়। আর সে সময় কোন স্থান ম্যাপে খুঁজে বের করা দুঃসাধ্য হয়ে পড়ে। এরকম সমস্যা থেকে নিস্তার পেতেই গুগল ম্যাপে রয়েছে অফলাইন ম্যাপ সেইভ করে রাখার সুবিধা। যার সাহায্যে মোবাইল ডেটা কিংবা ইন্টারনেটের সুবিধা না থাকলেও ম্যাপ চালানো যাবে।

অফলাইন ম্যাপ সেইভ করতে প্রথমে গুগল ম্যাপ খুলে সেখানে উপরে ডানে থাকা নিজের প্রোফাইলে ট্যাপ করতে হবে। পরবর্তীতে সেখানের মেনু থেকে অফলাইন ম্যাপ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘Select your own map’ ক্লিক করে নিজের কাঙ্খিত অঞ্চলের ম্যাপ ডাউনলোড করতে পারবেন আপনি। পরবর্তীতে এ অঞ্চলে কোন প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়া ম্যাপ চালানো যাবে।

টাইমলাইন

আমরা প্রতিনিয়ত নানা ধরণের জায়গায় যাই। গুগল ম্যাপের টাইমলাইন ফিচারের সাহায্যে প্রতিদিন বা প্রতি মাসে আমরা কোন কোন স্থানে গিয়েছি সে সকল স্থানে তালিকা পাওয়া যায়।

টাইমলাইন ফিচারটি দেখতে প্রথমে গুগল ম্যাপের হোম স্ক্রিনের উপরে ডানে নিজের প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর মেনুর ৩য় অপশনটি অর্থাৎ ‘Your Timeline’ অপশনটিতে প্রবেশ করতে হবে। এরপর নিদ্রিষ্ট তারিখ কিংবা মাসে সিলেক্ট করে নিজের টাইমলাইন দেখা যাবে।

ট্রাফিকের ম্যাপ

গুগল ম্যাপের সবচেয়ে জনপ্রিয় ফিচার হলো ট্রাফিক ম্যাপ ফিচার। এই সুবিধার মাধ্যমে যে কেও চাইলে তাঁর আশেপাশের রাস্তার যানজটের অবস্থা গুগল ম্যাপেই দেখতে পারবেন। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন যানজটের শহরের বাসিন্দারা এই ফিচারটি ব্যবহারের মাধ্যমে নিজের ম্যাপেই ট্রাফিকের অবস্থা জানতে পারবে নিমেষেই।

ট্রাফিক ম্যাপের ফিচারটি চালু করার জন্য প্রথমে অ্যাপের হোম স্ক্রিন থেকে ম্যাপ আইকনটিতে ট্যাপ করতে হবে । পরবর্তীতে সেখান থেকে ম্যাপ ডিটেইলসের ট্রাফিক ম্যাপ সিলেক্ট করলেই আশেপাশের রাস্তায় লাল-সবুজন কিংবা হলুদ রেখা দেখা যাবে। যেসব রাস্তায় লাল রেখা দেখা যাবে সেগুলোতে যানজটের পরিমাণ বেশি। হলুদ রেখারে রাস্তায় মাঝারী এবং সবুজ রাস্তায় যানজট নেই বোঝানো হয়ে থাকে। 

Link copied!