মাসিক ১৬ ডলারের প্যাকেজে ব্যবহার করা যাবে বিজ্ঞাপনমুক্ত এক্স

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৩, ০৮:০০ পিএম

মাসিক ১৬ ডলারের প্যাকেজে ব্যবহার করা যাবে বিজ্ঞাপনমুক্ত এক্স

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারে নতুন ২টি প্যাকেজ চালু করা হয়েছে। যারা অর্থের বিনিময়ে বিজ্ঞাপনমুক্ত এক্স ব্যবহার করতে চান তাদের জন্য এই প্যাকেজ ২টি চালু করেছে এক্স কর্তৃপক্ষ। তার মধ্যে একটি প্যাকেজ হল প্রিমিয়াম প্লাস। 

রয়টার্স জানিয়েছে, প্রিমিয়াম প্লাস ব্যবহারের জন্য গ্রাহকদের মাসে ১৬ ডলার গুনতে হবে। এতে বিজ্ঞাপন ছাড়া এক্সের সব সুবিধা পাওয়া যাবে। তবে শুরুতে এ সুবিধা পাওয়া যাবে ওয়েব ব্রাউজার থেকে এক্স ব্যবহারের ক্ষেত্রে।

বর্তমানে গ্রাহকরা মাসিক ৩ ডলারে যে বেসিক প্যাকেজ ব্যবহার করে  সে সেবা বিজ্ঞাপনমুক্ত নয়।

এক্স কিছু গ্রাহকের জন্য ভিডিও ও অডিও কলের সুবিধাও চালু করতে চায়। এর মাধ্যমে এক্সকে একটি সব কাজের প্ল্যাটফর্মে পরিণত করতে চান ইলন মাস্ক।

২০২২ সালের অক্টোবরে তৎকালীন টুইটারের মালিকানা পাওয়ার পর নভেম্বর মাসেই তিনি ভেরিফায়েড প্রোফাইলের জন্য আট ডলার মাশুলের ঘোষণা দেন। 

এমনকি এ ঘোষণাসংবলিত টুইটে তিনি বলেছিলেন, অভিযোগ করে লাভ নেই, ৮ ডলার মাশুলের সিদ্ধান্ত বহাল থাকবে।

Link copied!