দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ফিরেছে ফেসবুক

শামস তারেক আজিজ

মার্চ ৫, ২০২৪, ১১:৫১ পিএম

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ফিরেছে ফেসবুক

প্রতীকী ছবি

বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য একযোগে হঠাৎ বন্ধে দেড় ঘণ্টা পর মেটার মালিকানাধীন ফেসবুক-মেসেঞ্জার-ইনস্ট্রাগ্রাম ও থ্রেডসে ধীরে ধীরে প্রবেশ করতে পারছেন ব্যবহারকারীরা।

মঙ্গলবার (৫ মার্চ) বন্ধের প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশসহ অন্যান্য দেশে ধীরে ধীরে সচল হতে শুরু করে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত এসব সামাজিক যোগাযোগ মাধ্যম।

এর আগে বিশ্বের নানা প্রান্তে সেবা ব্যাহত হওয়ার ঘটনা দেখা গেলেও একযোগে বিশ্বের  বিরাট অঞ্চলজুড়ে এই বিভ্রাট মেটার ক্ষেত্রে বিরল।

এর আগে আজ বাংলাদেশ সময় রাত নয়টার দিকে হঠাৎ মেটার মালিকানাধীন ফেসবুক-ইনস্ট্রাগ্রাম-মেসেঞ্জার ও থ্রেডস অকার্যকর হয়ে পড়ে। এতে ব্যবহারকারীরা অপ্রস্তুত হয়ে পড়েন। তবে একই সময় সচল ছিল মেটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ।

ফেসবুক-মেসেঞ্জার-ইনস্ট্রাগ্রামের হঠাৎ করে এই সমস্যার কারণ সম্পর্কে এখনও মেটার পক্ষ বাংলাদেশ সময় রাত নয়টা ৪৬ মিনিটে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ‘আমরা এরই মধ্যে জেনেছি ফেসবুকে লগ ইন করতে ব্যবহারকারীদের বিভ্রাটের শিকার হতে হচ্ছে। আমাদের প্রকৌশলীরা এ সমস্যার দ্রুত সমাধানে লাগাতার কাজ করে যাচ্ছেন।’

এই বিভ্রাটের বিষয়ে মেটার হেড অব কমিউনিকেশন, আন্ডি সোন, আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) টুইটের মাধ্যমে জানান, ‘আমাদের পরিসেবা এক্সেসে গ্রাহকদের সমস্যার সম্পর্কে আমরা জানি। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি।’

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী মেটার এসব সেবা ব্যাহত হওয়া র কারণে মাত্র ২৫ মিনিটে বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৫ লাখেরও বেশি অভিযোগ জমা হয় তাদের সাইটে।

Link copied!