মেসেঞ্জারে আসছে ৫ হাজার লোকের সঙ্গে চ্যাটিংয়ের নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

জুন ১০, ২০২৪, ০৭:৫১ এএম

মেসেঞ্জারে আসছে ৫ হাজার লোকের সঙ্গে চ্যাটিংয়ের নতুন ফিচার

প্রতীকী ছবি

মেসেঞ্জারে কমিউনিটিজ ফিচার চালু করছে মেটা। গত দুই বছরে কমিউনিটি চ্যাট ব্যবহার করে ফেসবুকের সুনির্দিষ্ট গ্রুপের সদস্যরা একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখতে পারতেন। সামনে কমিউনিটিজ ফিচারের সুবাদে ফেসবুক গ্রুপে যুক্ত না হয়েও যোগাযোগ করা সম্ভব হবে।

কমিউনিটিজ ফিচারে মেসেঞ্জারে একই সময়ে ৫ হাজার বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হবে। অর্থাৎ সাধারণ মেসেঞ্জার গ্রুপে ২৫০ জনকে অন্তর্ভুক্ত করা গেলেও কমিউনিটিজ ফিচারের মাধ্যমে একসঙ্গে ৫ হাজার লোকের সঙ্গে চ্যাট করার সুবিধা মিলবে।

এই ফিচার চালু হলে প্রতিবেশী, বন্ধুবান্ধব কিংবা সহকর্মীরা মিলে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলাপ করা যাবে। এলাকার কোনো অনুষ্ঠান করার জন্য কিংবা অনলাইন ক্লাস বা মিটিংয়ের জন্য মেসেঞ্জারের এই সুবিধা সহায়ক হবে।

ফিচারটি এখনও সবার জন্য উন্মুক্ত করা হয়নি। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এটা চালু করা হবে। তবে কমিউনিটিজ ফিচার ব্যবহারে ব্যবহারকারীদের কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মেটা। বিশেষ করে ব্যক্তিগত মেসেজ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!