দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভ্রান্তিকর তথ্য রুখবে টিকটক

শামস তারেক আজিজ

ডিসেম্বর ১৪, ২০২৩, ০১:৩৬ পিএম

দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভ্রান্তিকর তথ্য রুখবে টিকটক

বর্তমান সময়ের অন্যতম একটি একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। যা দিনে দিনে মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। আর এই ভিডিও-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শুধু ব্যক্তি জীবন পর্যন্তই সীমাবদ্ধ নেই বরং এটি ছড়িয়ে পড়েছে নানা বিষয়ে।

আগামী মাসেই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। আর পূর্বের নানা দেশের নির্বাচনের মতো বাংলাদেশের নির্বাচনেও এ ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ধরণের প্রভাব রাখতে পারে। তাই ২০২৪ সালের অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নানা উদ্যোগ গ্রহণ করেছে। যার মাঝে রয়েছে নির্বাচন সম্পর্কিত যেকোনো তথ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখা। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানায় প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিটিতে  জানানো হয়েছে, মিথ্যা তথ্য, সহিংসতাপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচাররোধে টিকটকের নিজস্ব ‘কমিউনিটি গাইডলাইন’ রয়েছে। আর এসব নীতিমালার ভিত্তিতেই  এসব নিয়মের ভিত্তিতে নির্বাচন সম্পর্কিত বিভ্রান্তিকর যেকোন তথ্য সয়ংক্রিয়ভাবে সরিয়ে দিবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ভোটার নিবন্ধন, প্রার্থীর যোগ্যতা, ব্যালট গণনা এবং নির্বাচনের ফলাফল সম্পর্কিত এমন আরও বিষয় এতে বিবেচনা হতে পারে জানিয়েছে তারা। যেসব আধেয় বা কনটেন্ট ভোটারদের মধ্যে শঙ্কা কিংবা ভীতি সৃষ্টি করে এমনকি ভোট প্রদানে বাধা দেয় বা সহিংসতা সৃষ্টি করতে পারে এমন সব টিকটকের কমিউনিটি নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।

বর্তমানে টিকটকের ৪০ হাজারের বেশি কর্মী এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে এসব নীতিমালা প্রয়োগ করে থাকে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ইন্ডাস্ট্রি পার্টনার ও সামাজিক সংস্থা এক্ষেত্রে সংযুক্ত থাকেতে পারে।

নির্বাচনে গুজব কিংবা ভুয়া তথ্য চিহ্নিত করা এবং তা প্লাটফর্মটির থেকে সরিয়ে ফেলা নিশ্চিত করতে, আঞ্চলিক ফ্যাক্ট চেকারদের সঙ্গেও কাজ করেছে টিকটক। যেসব কন্টেন্ট রিভিউ বা যাচাইয়ের জন্য এবং ভুয়া বলে চিহ্নিত হয়ে থাকে, সেগুলো ‘ফর ইউ’ ফিডের জন্য সীমিত থাকে। এছাড়া টিকটক ব্যবহারকারী ও ভিডিও নির্মাতা (কনটেন্ট ক্রিয়েটর) দুই পক্ষকেই বিভ্রান্তিকর আধেয় সম্পর্কে সতর্ক করা হয়।

নির্বাচন-সংক্রান্ত তথ্য খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য শীঘ্রই  বাংলাদেশে ‘ইলেকশন সেন্টার’ নামক একটি হাব চালু করতে যাচ্ছে টিকটক। এর মাধ্যমে ব্যবহারকারীদের নির্বাচনের বিষয়ে সঠিক তথ্য প্রদান করবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এমনকি ভোট সম্পর্কিত নির্দিষ্ট তথ্য নিজ ভাষায় জানা যাবে এতে।

এছাড়াও প্রতিষ্ঠানটি নিশ্চিত করে যেকোন ধরণের রাজনৈতিক বিজ্ঞাপন ও রাজনৈতিক তহবিল সংগ্রহ টিকটকের কমিউনিটি নীতিমালা বহির্ভুত। এটি ভঙ্গ হলে একাউন্টটিকে বন্ধ করে দিতে পারে টিকটক।

সূত্র: বাংলাদেশ জাতীয় নির্বাচনের সময় আমাদের কমিউনিটিকে সমর্থন | TikTok নিউজরুম

Link copied!