অ্যাড-ব্লকার বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউটিউব

শামস তারেক আজিজ

নভেম্বর ২, ২০২৩, ০৭:৪৩ পিএম

অ্যাড-ব্লকার বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউটিউব

বাংলাদেশে উটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রতিমাসে প্রায় ২৩৯ টাকা। ছবি দ্য রিপোর্ট ডট লাইভ

সম্প্রতি ইউটিউবে অ্যাডের পরিমাণ ক্রমশই বেড়েই চলেছে, এ নিয়ে ব্যবহারকারীদের মাঝে সৃষ্টি হয়েছে বিরক্তির। এ সমস্যার সমাধান হিসেবে অনেকেই অ্যাডের বিড়ম্বনা থেকে নিস্তার পেতে হরহামেশাই বিভিন্ন অ্যাড-ব্লকার এক্সটেনশন কিংবা বিভিন্ন তৃতীয় পক্ষের ইউটিউব অ্যাপ (যেমন: ভ্যান্সড ইউটিউব) শরণাপন্ন হয়ে থাকেন। কিন্তু শীঘ্রই এ ধরণের অ্যাড-ব্লকার বন্ধ করতে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে ইউটিউব জানিয়েছে কর্তৃপক্ষ।  

সম্প্রতি ইউটিউব নিজেদের ব্যবহারকারীদের অ্যাডবিহীন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করে। যাতে অল্প কিছু টাকা খরচের মাধ্যমে ব্যবহারকারীরা বিজ্ঞাপনবিহীন  সুবিধা উপভোগ করতে পারবে। আর এর পর থেকেই তৃতীয় পক্ষের অ্যাডব্লকারের মাধ্যমে যাতে কেউ বিজ্ঞাপন এড়িয়ে যেতে না পারে সে বিষইয়ে কঠোর হচ্ছে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি।

বর্তমানে আপনি যদি অ্যাড-ব্লকারের মাধ্যমে বিজ্ঞাপন এড়িয়ে যেতে চান তবে ইউটিউব আপনাকে সতর্ক বার্তা জানাবে যাতে দুইটি উপায় থাকবে, ইউটিউবের অ্যাড-ব্লকার বন্ধ করতে হবে অথবা প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার কথা জানাবে প্রতিষ্ঠানটি। এটি যতবারই আপনি ব্লক করতে চাইবেন ঠিক ততবারই আপনাকে এই সতর্কবার্তা প্রদর্শন করবে।

প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ থেকে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে প্রতিমাসে প্রায় ২৩৯ টাকা করে গুনতে হবে। 

Link copied!