জুন ১৩, ২০২৩, ০৯:৪৩ এএম
ভারতে অর্থের বিনিময়ে ব্লু টিক সুবিধা চালু করেছে মেটা। নির্দিষ্ট খরচ করে ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ সুবিধা উপভোগ করা যাবে।
ভারতে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য মেটা ব্লু টিক ভেরিফাই পরিষেবা গ্রহণ করার জন্য মাসিক ৬৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। আর আগামী কয়েক মাসের মধ্যে ওয়েবে প্রতি মাসে ৫৯৯ টাকার বিনিময়ে এই সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
সংস্থাটি জানায়, ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে সুরক্ষা পাবে এবং কোম্পানির পক্ষ থেকে আরও ভালো অ্যাকাউন্ট সাপোর্টও দেওয়া হবে।
ব্লু টিক পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এ ছাড়া অ্যাকাউন্টের পুরো নাম ও প্রোফাইলের ছবি সরকারি আইডির সঙ্গে মিল থাকতে হবে।
মেটার পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের অনেক দেশে মেটা ভেরিফাইড পরিষেবা ইতিবাচক সাড়া পাওয়ার পর আমরা এটিকে ভারতেও চালু করছি।