আফগানিস্তানে ক্রিকেট ম্যাচের আয়োজন করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:২০ পিএম

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচের আয়োজন করলো তালেবান

নিজেদের বদলে যাওয়া চরিত্রের প্রমাণ দিতেই যেন এবার কাবুলে ক্রিকেট ম্যাচের আয়োজন করলো তালেবান। শুক্রবার (৩ সেপ্টেম্বর) কাবুল স্টেডিয়ামে আয়োজিত এই টি-২০ প্রীতি ম্যাচে খেলেছেন আফগানিস্তানের জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ও।

‘পিস ডিফেন্ডার’ ও ‘পিস হিরোজ’ নামে দুটি দলে বিভক্ত হয়ে তারা এক অপরের মুখোমুখি হন। আফগানিস্তান জাতীয় দলের গুলবাদিন নাইব, হাসমতউল্লাহ শাহিদি ও রহমত শাহ এই ম্যাচে খেলেছেন বলে জানিয়েছে ক্রিকইনফো।

ম্যাচটি দেখতে স্টেডিয়ামে কোনো নারী দর্শক না এলেও উপস্থিত ছিলেন প্রায় ৪ হাজার দর্শক। এসময় স্টেডিয়ামে আফগানিস্তান ও ও তালেবানের পতাকা উড়োনো হয়।

গত ১৫ আগস্ট তালেবান বাহিনী আফগানিস্তানের পুনরায় নিয়ন্ত্রণ নেয়ার পর এটাই সে দেশে প্রথম কোনো ক্রিকেট ম্যাচ। কাবুল স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা তালেবান কমান্ডার হামজা এই ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘এখানে ক্রিকেট ম্যাচ দেখতে পারাটা দারুণ ব্যাপার’।

 

ম্যাচটিতে ক্রিকেটের পাশাপাশি দেখার মতো দৃশ্যের একটি হলো মাঠে আফগানিস্তান ও তালেবানের দুই পতাকার পাশাপাশি উড্ডয়ন। আয়োজকরা বলছেন, জাতীয় ঐক্যের স্বার্থেই এই ম্যাচ। দর্শকরা আফগানিস্তান ও তালেবানের পতাকাদুটোকে সাদরেই গ্রহণ করেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি জানান, ইতিবাচক দিক বোঝাতেই দুটো পতাকা পাশাপাশি রাখা হয়। ‘এটা ঐক্যের প্রতীক’, বলেন শিনওয়ারি।

Link copied!