অক্টোবর ২৭, ২০২১, ০৫:৫৫ পিএম
টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল করতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে আরো পরিশ্রম করতে হবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়। তিনি বলেন,‘ আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। রাতারাতি আপনি ভাল কিছু পাবেন না। ইংল্যান্ডের মত দলের মত হতে আপনার অমন কাঠামো দরকার।’
ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। এই দলের সাথে বাংলাদেশের শতভাগের বেশি দেওয়া উচিত বলে মনে করেন নাইমুর রহমান। তিনি বলেন,‘ আমাদের এখনও অনেক সময় দরকার এই ফরম্যাটে ভাল করতে হলে। বাংলাদেশকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। আর সেজন্য দরকার দীর্ঘ পরিকল্পনা। বাংলাদেশের ক্রিকেটারদের মেধা রয়েছে। আমাদের প্রতিটি আসর ধরে ধরে কাজ করতে হবে। আর তাহলে একটা কাঠামোয় আসবে দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে লড়তে হবে। এই বিশ্বকাপে সেমিফাইনালের আশা ক্ষীণ মনে করেন তিনি। তিনি বলেন,‘ আমি চাই বাংলাদেশ এই বিশ্বকাপ ভালভাবে শেষ করুক। এরচেয়ে বেশি কিছু চাইছি না। সেমিফাইনালে যাওয়া এতো সহজ হবে না। কাগজে কলমে ব্যাপারটি থাকলেও আমার কাছে মনে হয় ভালভাবে শেষ করাটাই চ্যালেঞ্জ।