আশায় রয়েছেন ফিঞ্চ

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ১৪, ২০২১, ১১:২২ এএম

আশায় রয়েছেন ফিঞ্চ

একদিনের ফরম্যাটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কিন্তু, কুড়ি ওভারের ফরম্যাটে একবারও আসেনি ট্রফি। রবিবার সেই অধরা মাধুরী স্পর্শ করতে মরিয়া অ্যারন ফিনচের দল। অধিনায়ক বলেই দিয়েছেন, ‘অতীতে আমরা এই ফরম্যাটে চ্যাম্পিয়ন হতে পারিনি। সেই ব্যর্থতা মুছে ফেলার দারুণ সুযোগ এসেছে সামনে।’

বিপক্ষ নিউজিল্যান্ডকে অবশ্য গুরুত্ব দিচ্ছেন ফিনচ। তাঁর কথায়, ‘ওরা দুর্দান্ত দল। গত ছ’বছরে সব প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ওরা। হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় রয়েছি। বিপক্ষকে কোনওভাবেই হেলাফেলা করা যাবে না। নিউজিল্যান্ড দলে অভিজ্ঞতা এবং জ্বলে ওঠার রসদও রয়েছে। দীর্ঘদিন ধরে ওরা ধারাবাহিক থেকেছে। পাওয়ারপ্লে’র ছয় ওভারে ওদের বোলিং সেরা। তাই কড়া চ্যালেঞ্জের সামনে আমরা।’

চলতি বছরে এই ফরম্যাটে সব সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ছাড়াও হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছেও। অথচ, বিশ্বকাপে একেবারে অন্য মেজাজে দেখাচ্ছে অজিদের। সেমি-ফাইনালে পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদির ভিতরে ঢুকে আসা ডেলিভারিতে এলবিডব্লু হয়েছিলেন ফিনচ। ফাইনালে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে তাই সতর্ক তিনি। ড্যারিল মিচেল, মার্টিন গাপটিল, উইলিয়ামসনদের দ্রুত ফেরানো জরুরি বলেও মানছেন। তবে টসকে গুরুত্ব দিচ্ছেন না একেবারেই। তাঁর যুক্তি, ‘ভদ্রস্থ স্কোর বোর্ডে তুললে চাপে পড়বেই বিপক্ষ।’

Link copied!