কেনদের চিন্তা রয়েছেই

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২১, ০৫:২৭ এএম

কেনদের চিন্তা রয়েছেই

টেস্ট, একদিন বা টি-২০, সব ঘরানার ক্রিকেটেই নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ভরসার নাম ডেভন কনওয়ে। কিন্তু চোটের জন্য ফাইনালে খেলবে পারবেন না তিনি। পরিবর্তে প্রথম এগারোয় আসছেন টিম সেইফার্ট। যা নিয়ে কিছুটা অগোছাল কিউয়ি শিবির। কনওয়ের অভাব কতটা ঢাকা পড়বে তা নিয়ে সংশয় রয়েছে দলের অন্দরমহলেই। অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘কনওয়ের না থাকা বড় ধাক্কা। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা তাই হতাশার।’ 

এই অবস্থায় টিমগেমে গুরুত্ব দিচ্ছে নিউজিল্যান্ড। অধিনায়কের কথায়, ‘আমাদের কঠোর পরিশ্রম প্রতিফলিত সাম্প্রতিক ধারাবাহিকতায়। তবে ফাইনালকে স্রেফ আরও একটা ম্যাচ হিসেবে দেখছি। ফোকাস ঠিক রাখতে হবে আমাদের। সবাই একজোট হয়ে খেলছি বিশ্বকাপে। রবিবারও সেভাবেই খেলব।’ তিন ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। তার মধ্যে জয় মাত্র ৫১টিতে। আন্তর্জাতিক ক্রিকেটে এত বেশিবার অন্য কারও কাছে হারেনি কিউইরা। সেই পরিসংখ্যানও মাথায় রাখতে চাইছেন না উইলিয়ামসন।

Link copied!