টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচ ছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। আবুধাবিতে আজ আফগানিস্তানকে ৮ উইকেটে হারাল ব্ল্যাক ক্যাপরা। ফলে ভারতের বিদায় হয়ে গেল সেমির আগেই। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের পর নিউজিল্যান্ড উঠে গেছে শেষ চারে। রাতে পাকিস্তান জিতে গেলে সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে। অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে পরবে ইংল্যান্ড। এখন পাকিস্তান হেরে গেলে আবার সেমিফাইনালের ফিকশ্চার বদলে যেতে পারে!
পিচে ঘাস থাকলেও ব্যাটে বল আসবে জানতেন আফগান ক্যাপ্টেন নবি। তিনি ব্যাটিং নিয়েছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের পেসারদের তোপে টিকতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তাদের স্কোর ১২৪ রান। এই খেলা দেখে মনে হয়েছে নজিবুল্লাহ জাদরান বনাম নিউজিল্যান্ড খেলছে। জাদরান ৪৮ বলে ৭৩ রান করেছিলেন। এছাড়া বলার মত স্কোর আর দুজনের। নাইব ১৫ ও নবির স্কোর ছিল ১৪। নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট ১৭ রানে ৩ উইকেট নেন। টিম সাউদিও ঝুলিতে পুড়েছেন ২৪ রানে ২ উইকেট।
১২৫ রানের টার্গেটে তাড়াহুরা করেনি নিউজিল্যান্ড। আফগানিস্তানের তিন ভয়ঙ্কর স্পিনার মুজিব, রশিদ ও নবি চেপে ধরার চেষ্টা করেছে। এজন্য ১৮.১ ওভার লেগেছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপদের (১২৫/২)। ওপেনার গাপটিল ২৮ রানে বোল্ড হন রশিদ খানের বলে। ড্যারেল মিচেল ১৭ রানে মুজিবের শিকার। তৃতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন (৪০) ও কনওয়ে (৩৬) ৬৮ রান তুলে আনেন। আর সেটাও ৫৬ বলে। কোনো চাপ না নিয়ে সুন্দর ম্যাচ বের করে এনে সেমিফাইনাল নিশ্চিত কিউদের।