শ্রীলংকার পরীক্ষা নেবে অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ০৯:৪১ পিএম

শ্রীলংকার পরীক্ষা নেবে অস্ট্রেলিয়া

 

জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য  নিয়ে আজ মাঠে  নামছে  শ্রীলংকা ও অস্ট্রেলিয়া।  টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১’তে  নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। এবার  দ্বিতীয় ম্যাচেও  জয়ের ধারা অব্যাহত রাখতে চায় শ্রীলংকা ও অস্ট্রেলিয়া।  

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে দিনের  একমাত্র ম্যাচটি।

বাছাই পর্বে গ্রুপ-এ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠে শ্রীলংকা। বাছাই পর্বে তিন ম্যাচের সবগুলোতেই জয় পেয়ে  আত্মবিশ্বাসী হয়ে  পরের রাউন্ডে পা রাখে লংকানরা। 

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভাগ্যের জোড়ে জয় পায় শ্রীলংকা। ৫ উইকেটের জয়ে সুপার টুয়েলভ শুরু করে তারা। 

 

শ্রীলংকার মত সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়াও। ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারায় তারা। বোলারদের দুর্দান্ত নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানেই আটকে রেখেছিলো অসিরা। 

তবে ১১৯ রানের সহজ টার্গেট স্পর্শ করতে কিছুটা বেগ পেতে হয় অস্ট্রেলিয়াকে । শেষ ওভারে গিয়ে জয়ের দেখা পায় অসিরা। বল হাতে দু’টি করে উইকেট নেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউড-এডাম জাম্পা। ব্যাট হাতে স্টিভেন স্মিথ ৩৫ ও মার্কাস  স্টয়নিস অপরাজিত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। 

জয় দিয়ে আসর শুরু করলেও দলের পারফরমেন্সে  সন্তুস্ট নন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে শ্রীলংকার বিপক্ষে দল ভালো করবে বলে আশাবাদি ফিঞ্চ, ‘প্রথম ম্যাচে বোলাররা ভালো করলেও, ব্যাটাররা ভালো করতে পারেনি। আশা করি পরের ম্যাচে দল ভালো খেলেই  জয় নিয়ে মাঠ ছাড়বে।’

টি-টোয়েন্টিতে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার জয়ের পাল্লাটা সমান-সমান। এখন পর্যন্ত ১৬বারের দেখায় সমান ৮বার করে জিতেছে দু’দল। ২০১৯ সালে সর্বশেষ এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিলো তারা। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে অসিরা। 

আর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় ২বার অস্ট্রেলিয়া ও একবার জয় পায়  শ্রীলংকা। ২০১০ সালের পর আর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়নি দু’দল।

Link copied!