অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৯:৫৫ পিএম

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

অস্ট্রেলিয়ার সিডনিতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় কর্মদিবস হওয়ায় ১৯ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি দিবসটিকে কেন্দ্র করে দেশটিতে নানা কর্মসূচি পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় এ উপলক্ষে সিডনির পিট টাউনে অবস্থিত নীপবনপল্লিতে শনিবার নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নীপবনপল্লিতে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদের স্মৃতিতে শ্রদ্ধা অর্পণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানেরও আয়োজন হয় নীপবনপল্লিতে। এছাড়া ইতালিসহ বিশ্বের কয়েকটি দেশে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালিত হয়। 

১৯৯৯ সালের ১৭ নভেম্বর দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। 

Link copied!