ঈদে দর্শনার্থী টানতে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২২, ০৪:১৬ পিএম

ঈদে দর্শনার্থী টানতে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম

পর পর দুই বছর অনেকটাই ঘরবন্দি ঈদ উদযাপন করতে হয়েছে। এবারের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। কক্সবাজারের ইতোমধ্যে ৬০ শতাংশ হোটেলের লগ্রিম বুকিং হয়ে গেছে। অন্যান্য জেলার বিনোদনকেন্দ্রগুলোর অবস্থাও একই রকম। দর্শনার্থী টানতে প্রস্তুত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোও।

সাধারণত ঈদের দিন নগরীর মানুষ বিকেলে ঘর থেকে বের হয়ে যায় পতেঙ্গা সমুদ্রসৈকতে। সেখানে এবার আউটার রিং রোড সচল। সেটি ব্যবহার করে বেশির ভাগ মানুষ পতেঙ্গা যাবেন বলে ধারণা করা হচ্ছে। বেড়ানোর সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ায় এবার সেখানে বিপুলসংখ্যক দর্শনার্থী যেতে পারেন। এ ছাড়া ফয়’স লেক এলাকায় কনকর্ডের এমিউজমেন্ট পার্ক, সি-ওয়ার্ল্ড, পাশেই চট্টগ্রাম চিড়িয়াখানা আগের চেয়েও মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে প্রস্তুত।

কনকর্ডের উপব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘গত দুই বছর ঈদে দর্শনার্থী আসতে পারেনি। আমরা আশা করছি, ঈদে অন্তত ৪০ হাজার দর্শনার্থী আসবে।

Link copied!