ঈদ: কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ হাজার পর্যটক

নিজস্ব প্রতিবেদক

মে ৩, ২০২২, ১১:২৯ পিএম

ঈদ: কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ হাজার পর্যটক

ঈদের দিন (৩ মে) ৫০ হাজারের মত পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গেছেন। সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকরা জড়ো হন। বুধবার (৪ মে) থেকে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। এবারের এ ঈদের ছুটিতে কক্সবাজারে ১০ লাখের মতো পর্যটকের সমাগম হবে বলে পর্যটন-সংশ্লিষ্টদের ধারণা।    

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আজ বেলা ১১টার দিকে পাঁচ হাজার পর্যটক নামেন। এর উত্তর পাশের সিগাল, লাবণী পয়েন্টে আরও ১৫ হাজার পর্যটকের সমাগম হয়। দক্ষিণ পাশের কলাতলী পয়েন্টে ঘুরতে যান পাঁচ হাজারের মতো পর্যটক। সব মিলিয়ে চার কিলোমিটার সৈকতে ২৫-৩০ হাজার পর্যটকের সরব উপস্থিতি ছিলো। বিকেলে সৈকতে জড়ো হন আরও ২০-৩০ হাজার পর্যটক। ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে সাতটি পর্যবেক্ষণ কেন্দ্রে বসে পর্যটকের নিরাপত্তা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ঈদের দ্বিতীয় দিনে সৈকতে নামতে পারেন দেড় থেকে দুই লাখ পর্যটক। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে দুই শতাধিক ট্যুরিস্ট পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। সৈকতে রাত-দিন ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করছে ট্যুরিস্ট পুলিশ।

হোটেলের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে পাঁচ শতাধিক হোটেল, মোটেল, গেস্টহাউস, রিসোর্ট ও কটেজের ৯০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। তারা বলেছেন, সাত দিনে পর্যটন-সংশ্লিষ্ট নানা খাতে ভাল ব্যবসা হবে বলে মনে করা হচ্ছে।

Link copied!