যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসের টিকা নিয়েছেন । শুক্রবার লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেন বরিস। গত বছর করোনা আক্রান্ত হওয়ার পর এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে বরিস জনসকে তার বাম বাহুতে অক্সফোর্ডের তৈরি টিকার প্রথম ডোজ গ্রহণ করতে খো যায়। অক্সফোর্ডের তৈরি এ টিকা নিয়ে গত কয়েকদিন ধরে বিশ্বে তুমুল বিতর্ক চলছে। অক্সফোর্ডের টিকা নিলে রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যু হতে পারে এমন তথ্যের পর ইউরোপের বেশ কয়েকটি দেশ সে দেশে অক্সফোর্ডের টিকাদান স্থগিত করে দেয়। যদিও পরবর্তীতে আবার তারা এই টিকার প্রয়োগ শুরু করেছে।
টিকা নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘সত্যিই তেমন কিছু অনুভব করিনি। খুব ভালোভাবে টিকা নিয়েছি। খুব সহজে ও দ্রুত টিকা দেওয়া হয়ে গেছে।’
জনগণকে টিকা নেয়ার বিষয়ে বলেন, ‘প্রত্যেকেই যখনই আপনি টিকার জন্য ম্যাসেজ পাবেন, দয়া করে টিকাকেন্দ্রে যান এবং এটা গ্রহণ করুন। এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য তথা সবার জন্য মঙ্গলজনক।’
ইউরোপের বিভিন্ন দেশ সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা প্রয়োগ স্থগিত করেছে- এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘শুধুমাত্র আমার কথা শুনতে হবে তা নয়; বিজ্ঞানীদের কথা শুনুনৃ ঝুঁকি হলো করোনাভাইরাস। এখন টিকা নেয়ায় বুদ্ধিমানের কাজ।’
সূত্র: গার্ডিয়ান।