আইএইচইউ: করোনার আরেক ভয়ংকর নতুন ধরন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ০৮:০২ পিএম

আইএইচইউ: করোনার আরেক ভয়ংকর নতুন ধরন

করোনা ভাইরাসের ভয়াবহ ধরন ওমিক্রনকে ভালোমতো বুঝে ওঠার আগেই ঠিক তখুনি এল আরেকটি দুঃসংবাদ। করোনা ভাইরাসের আরও একটি নতুন ধরণ শনাক্ত হয়েছে ফ্রান্সে। নতুন এই ধরনটির নামকরণ করা হয়েছে ‘আইএইচইউ’।

তবে নতুন এই ভ্যারিয়েন্টটি বৈজ্ঞানিক নাম বি.ওয়ান.সিক্স ফোর জিরো.টু।

ফ্রান্সের মার্সেইতে ১২ জন রোগীর শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা গেছে। দেশটির জনস্বাস্থ্যবিদরা জানিয়েছেন, প্রায় ৪৬ বার মিউটেশন হয়েছে এই ভ্যারিয়েন্টের। সেই সঙ্গে তারা আরও জানিয়েছেন, এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা রয়েছে।

মেডরিক্সভ নামক একটি গবেষণা জার্নালে পোস্ট করা গবেষণাপত্রে এই ভ্যারিয়েন্ট আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। গবেষকরা ওই গবেষণাপত্রে জানান, ১০ ডিসেম্বর এই ভ্যারিয়েন্ট আবিষ্কার করেন তারা। বিজ্ঞানীরা এর সাধারণ নাম দিয়েছেন আইএইচইউ।

Link copied!