আর প্রাণঘাতী হবেনা করোনা ভাইরাস: সারা গিলবার্ট

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৯:৩৩ এএম

আর প্রাণঘাতী হবেনা করোনা ভাইরাস: সারা গিলবার্ট

করোনা ভাইরাসের পক্ষে আরো প্রাণঘাতী হয়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকার আবিষ্কারক ড. ডেম সারা গিলবার্ট। বুধবার (২২ সেপ্টেম্বর) লন্ডনের রয়াল সোসাইটি অব মেডিসিনের এক ওয়েবিনারে তিনি এই কথা বলেন।  

সারা গিলবার্ট আরো বলেন, ‘‘আমরা দেখেছি, যতো দিন যাচ্ছে করোনা ভাইরাসের শক্তি ততো কমছে। এর ‘যাওয়ার আর কোন জায়গা নেই’। সার্স কোভ-২ এর আরো মারাত্মক প্রাণঘাতী প্রকরণ আসার আর কোন সম্ভাবনা নেই’’।

তিনি বলেন, ‘যে ভাইরাস যতো দ্রুত ছড়ায় সেই ভাইরাস ততো দ্রুত কম শক্তিশালী হয়। করোনা ভাইরাসের ক্ষেত্রেও তাই হয়েছে’। এর পক্ষে নতুন করে শক্তি সঞ্চয় করা সম্ভব নয় বলেও জানান তিনি।

ড. সারা গিলবার্ট আরো বলেন, ‘যতো দিন যাবে করোনা ভাইরাস ততো সাধারণ সর্দি কাশির ভাইরাসের মতো হয়ে ওঠবে। তবে এই ব্যাপারে এখুনি খুব বেশি আশাবাদী হওয়া যাবে না মর্মে সতর্ক করে এই গবেষক আরো বলেন, এই করোনা ভাইরাসের চারটি শক্তিশালী প্রকরণের সাথে আমরা ইতোমধ্যে যুদ্ধ করে টিকে রয়েছি। এবং আগামী দিনে টিকে থাকাটা তুলনামূলক সহজ হবে’।

ওয়েবিনারে ড. গিলবার্ট সবার জন্য টিকা নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করেন।  

Link copied!