ডিসেম্বর ২৩, ২০২১, ১০:১১ পিএম
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ কার্যকর। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) অক্সফোর্ড ইউনিভার্সিটির ল্যাবের গবেষণার বরাত দিয়ে অ্যাস্ট্রাজেনেকা এই তথ্য জানায়।
গবেষণাটি এখনো পিয়ার রিভিউ হয়নি।
গবেষণায় বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ গ্রহণের পর গ্রহীতার শরীরে ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা করোনা থেকে প্রাকৃতিকভাবে সেরে ওঠাদের চেয়ে বেশি ছিল।
গবেষণায় আরও বলা হয়, ডেলটা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দুই ডোজ টিকা দিলে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়, ওমিক্রনের ক্ষেত্রে তিন ডোজ টিকা নিলে সেই পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়।
সূত্র: রয়টার্স