করোনায় আক্রান্ত হয়ে সন্তানের জন্ম দেয়ার পর ৭১ টিভির সহকারী সংবাদ প্রযোজক রিফাত সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত এক সপ্তাহ ধরে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে আজ সকালে কন্যা সন্তানের জন্ম দিয়ে বিকালে তিনি মারা যান।
শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ৭১ টিভির বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সহকর্মী রিফাত সুলতানা বিকাল পাঁচটার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা গেছেন।
ফারজানা রুপা বলেন, রিফাত করোনা পজিটিভ ও একইসঙ্গে গর্ভবতী ছিল। গত এক সপ্তাহে তাকে কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিলো। সবশেষ ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়।
তিনি জানান, বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। তার সদ্য নবজাতক কন্যাসন্তানটি এখন আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফারজানা রূপা বলেন, রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামও আমাদের ৭১-এর সহকর্মী। নাজমুল নিজেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তাকে বাসায় নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন রিফাতের শাশুড়ি।