করোনাকালে রোজা রাখা সুস্থ মানুষের জন্য নিরাপদ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২১, ০৯:৫৬ পিএম

করোনাকালে রোজা রাখা সুস্থ মানুষের জন্য নিরাপদ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রোজা রাখলে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং রোজা রাখা যেকোন সুস্থ মানুষের জন্য নিরাপদ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া রোজাদার ব্যক্তি চাইলে করোনার টিকা নিতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও বিশেষজ্ঞরা বলেন, রোজা রাখার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ নেই। তবে যারা দীর্ঘ সময় ধরে করোনায় ভুগছেন তারাও রোজা রাখতে পারবেন। রোজা রাখা অবস্থায় তাদের উপসর্গ যদি গুরুতর আকার ধারণ করে, তাহলে তারা চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে ধর্মীয় বিধান অনুযায়ী রোজা ভাঙতে পারেন।

বিশ্বব্যাপী মুসলিম উম্মার পবিত্র রমজান মাস শুরুর আগে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা করোনাকালে রোজা রাখার বিষয়ে এক স্বাস্থ্য নির্দেশিকায় এসব কথা জানান।

ডব্লিউএইচও’র গবেষকরা বলেন, যেকোন সুস্থ মানুষের জন্য রোজা রাখা নিরাপদ। রোজা রাখার মাধ্যমে কেউ করোনার বিস্তার ঘটায় না। তারা বলেন, শরিয়াহ অনুযায়ী রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে। এছাড়া বিভিন্ন দেশের ইসলামী কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার টিকা নেওয়া ‘ইন্ট্রামাসকুলার ইনজেকশন’। রোজা রেখে টিকা নেওয়াটা ধর্মের খেলাপ হবে না। অতএব টিকা নিলে সমস্যা নেই।

এমনকি যারা টিকা নেওয়ার যোগ্য, রমজান মাসেও তাদের টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহী করতে সবাইকে আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরফলে টিকাগ্রহীতা ও তাদের কমিউনিটির মানুষজন মহামারী এই ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকবে বলে জানানো হয়।

Link copied!