এপ্রিল ২১, ২০২১, ০২:৫৭ পিএম
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানায়, মহামারি করোনাভাইরাসের একাধিক স্ট্রেইনের (ধরণের) বিরুদ্ধে কার্যকর ভারত বায়োটেক উৎপাদিত করোনার টিকা কোভ্যাক্সিন । সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্যের সত্যতা সত্যতা খুঁজে পান বলে দাবি করেন আইসিএমআর।
কোভ্যাক্সিনের এই সাফল্যে করোনা বিপর্যস্ত ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মনে আশার আলো দেখাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস থেকে ভারতে গণটিকাকরণ কার্যক্রম শুরু হয়েছে। এই মুহূর্তে ভারতে অক্সফোর্ডের উৎপাদিত কোভিশিল্ড ও ভারত বায়োটেক উৎপাদিত কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। দেশটিতে যে হারে করোনা বাড়ছে তাতে দেশের কোথাও কোথাও ভ্যাকসিনের ঘাটতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষিতে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-কেও ছাড়পত্র দেওয়া হয়েছে।
আগামী ১ মে থেকে ১৮ বছর ঊর্ধ্ব সকলকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল কত টাকা হতে চলেছে করোনা টিকার দাম? অবশেষে টিকার দাম নির্ধারিত করে সেরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ। সেরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড দেওয়া হবে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালে এই টিকা পাওয়া যাবে ৬০০ টাকায়। কেন্দ্রকে ১৫০ টাকা প্রতি ডোজ মূল্যে কোভিশিল্ড Vaccine সরবরাহ করবে সেরাম।
সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, টিকার ডোজের দাম সাধারণের নাগালের মধ্যেই রাখা হয়েছে। বিদেশী টিকার থেকে কোভিশিল্ডের দাম অনেক কম। সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানান, জুলাই মাসের পর থেকে তার প্রতিষ্ঠান প্রত্যেক মাসে ১০০ মিলিয়নের বেশি করোনা টিকা তৈরি করতে পারবে। তিনি আরও জানান, উৎপাদিত টিকার ৫০ শতাংশ পাবে কেন্দ্র এবং বাকি ৫০ শতাংশ টিকা দেওয়া হবে রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলিকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।