করোনায় দেশে শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২২, ০১:১৬ এএম

করোনায় দেশে শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩২ জন। এনিয়ে দেশে মোট  ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। করোনায় শনাক্তের সংখ্যা বাড়লেও এসময়ে কারও মৃত্যু হয়নি। দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। গত একদিনে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৫০৪ জন। 

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

Link copied!