বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কোনোভাবেই থামছে না। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রনের দাপটে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শনিবার পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫৫ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩২ কোটি ৪২ লাখ। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ২৬কোটি ৫৩ লাখের বেশি লোক। বিশ্বে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে গেছে।
করোনায় মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, শনিবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৫ লাখ ৪৭ হাজার ১৩৭ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে ৭ হাজার ৬২৫ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে।
করোনায়আক্রান্ত
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি শনিবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩২কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৯৪৩ জন। গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩১ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন।
করোনা থেকে সুস্থ
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি শনিবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৪৭৮ জন। শনিবার গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ লাখ ৭৩ হাজার ২৭৮ জন। বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ৫ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার ৩২৮ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৬ হাজার ২০৬ জন।
দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। দেশটিতে শনিবার গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৪ হাজার ৮৭৭ জন এবং এ রোগে মারা গেছেন ২ হাজার ১৩৯ জন। মৃত্যুর দিক থেকে পরের অবস্থানে রাশিয়া। দেশটিতে শনিবার গত ২৪ ঘন্টায় ৭৩৯ জন মারা গেছেন ।
এ ছাড়া ফ্রান্স গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ লাখ ২৯ হাজার ৩৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ১৯১ জন। প্রতিবেশি দেশ ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৪৫ জন। দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৩০ জন।, ইতালিতে ১ লাখ ৮৬ হাজার ২৫৩ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৩৬০ জন, স্পেনে নতুন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫০৮, মারা গেছেন ১৩৯ জন, আর্জেন্টিনায় গত ২৪ ঘন্টায় ১ লাখ ৩৯ হাজার ৮৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৯৩ জন। ব্রিটেনে নতুন করে ৯৯ হাজার ৬৫২ জন আক্রান্তে হয়েছেন। দেশটিতে গত ২৪ ঘন্টায় ২৭০ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।