করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৪৭ লাখ ৫ হাজার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২১, ১০:১৯ এএম

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৪৭ লাখ ৫ হাজার

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে বিশ্বে মুত্যু ও শনাক্তের সংখ্যা কমে আসছে।  স্বস্তির আভাস দিচ্ছে করোনা পরিস্থিতির। সোমবার (২০ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে সাড়ে ৩ লাখে।

করোনায় মৃত্যু 

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, সোমবার (২০ সেপ্টেম্বর)সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট  ৪৭  লাখ ৫ হাজার ৪৭২ জন মারা গেছেন।

করোনায় আক্রান্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার (৯ আগস্ট)সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৯৮ জন। রবিবার (১৯ সেপ্টেম্বর) এই সংখ্যা ছিল  ২২ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার ৮৮৬ জন। এই হিসেবে গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ২১২ জন।

করোনা থেকে সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ কোটি ৫৯ লাখ  ১৪ হাজার ১৫২  জন। করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় বিশ্বে সক্রিয় রোগীর সংখ্যাও কমে গেছে গেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার বিশ্বে কিরোনায় সক্রিয় রোগী রয়েছে ১ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ৪৭৪ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৯ হাজার ১৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

 

Link copied!