করোনায় মৃত্যু কমেছে রামেক হাসপাতালে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২১, ১২:০২ পিএম

করোনায় মৃত্যু কমেছে রামেক হাসপাতালে

করোনায় মৃত্যু কমেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে এই হাসপাতালে। শনিবার (২৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তবে আশঙ্কাজনকভাবে বেড়েছে সংক্রমণের হার।

রামেক হাসপাতালে মৃত ১১ জনের মধ্যে করোনা পজিটিভ ৭ জন এবং উপসর্গে ছিল ৪ জনের। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাব এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মলিকুলার ল্যাবে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ তিন জেলার ১৮৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১০৪ জনের। রাজশাহীর ১৪০ নমুনায় ৯১ জনের পজিটিভ, নওগাঁর ৪৪ নমুনায় ১৩ জনের পজিটিভ এবং চাঁপাইনবাবগঞ্জের ২ নমুনায় সকলের নেগেটিভ এসেছে। ফলে রাজশাহীতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৬৫.৩০% এবং নওগাঁয় সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৯.৫০%।

করোনায় এই হাসপাতালে বৃহস্পতিবার ২২ জন, বুধবার ১৮ জন, মঙ্গলবার (২০ জুলাই) ২০ জন এবং সোমবার ১৪ জনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ মৃত্যু কম হলেও আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আবারও মৃত্যুর হার বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

Link copied!