করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৭ জুলাই) গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন। মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি দ্য রিপোর্টকে বলেন, মঙ্গলবার (২৭ জুলাই) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৩১০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম জেলায় এটি সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ৩৮ দশমিক ৬৫।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘন্টায় মোট শনাক্ত ১ হাজার ৩১০ জনের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৮৩৩ জন। অন্য ৪৭৭ জন রয়েছেন জেলার বিভিন্ন উপজেলার।’
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এই জেলায় করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত ৭৭ হাজার ৫২১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে রয়েছেন ৫৮ হাজার ৩২৩ জন। আর বিভিন্ন উপজেলায় রয়েছেন ১৯ হাজার ১৯৮ জন।
সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, করোনাভাইরাসে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ৫৫৪ জন ও জেলার বিভিন্ন উপজেলায় ৩৬১ জন রয়েছে।