এবার করোনাক্রান্ত হয়ে মারা গেলেন কলকাতার জনপ্রিয় কল্পবিজ্ঞানবিষয়ক সাহিত্যিক অনীশ দেব। বুধবার (২৮ এপ্রিল) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ।
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অনীশ দেব।
তাঁর মেয়ে মোনালিসা দেব বলেন, ‘বাবার অক্সিজেনের মাত্রা খুব কমে গিয়েছিল। চিকিৎসকেরা বলেন প্লাজমা দিলে হয়তো অবস্থার কিছুটা উন্নতি হবে। আমরা প্লাজমা জোগাড়ও করে ফেলি। কিন্তু মঙ্গলবার রাতেই বাবার অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেশনে দিতে হয়। তার পরেই বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বুধবার সকালে খবর পাই বাবার মৃত্যু হয়েছে।’
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন অনীশ দেব। পাশাপাশি তাঁর কলমও কখনও থামেনি। গোয়েন্দা গল্প, কল্পবিজ্ঞানবিষয়ক সাহিত্য ও ভূতের গল্প লিখতেন বর্ষীয়ান এ সাহিত্যিক।
সূত্র: আনন্দবাজার।