জাপান থেকে এল আরও প্রায় ৮ লাখ ডোজ টিকা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২১, ০৬:৩৮ পিএম

জাপান থেকে এল আরও প্রায় ৮ লাখ ডোজ টিকা

জাপান থেকে দেশে পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার প্রায় ৭ লাখ ৮১ হাজার ডোজ ভ্যাকসিন। শনিবার (২১ আগস্ট) বিকেলে কোভ্যাক্স পরিকল্পনার আওতায় এগুলো দেশে পৌঁছায়।

শনিবার (২১ আগস্ট) বিকেল ৩ টা ২৪ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভ্যাকসিনগুলো ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায়। জাপান থেকে আসা চতুর্থ এই চালানে এসেছে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ ভ্যাকসিন। এর আগে আরো তিনটি চালানে প্রায় ৯ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে এসেছে জাপান থেকে।

কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ২ আগস্ট দেশে আসা তৃতীয় চালানে ছিলো ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। গত ৩১ জুলাই আসা দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং ২৪ জুলাইয়ের প্রথম চালানে এসেছিল ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে জাপান প্রতিশ্রুতি ৩০ লাখ ডোজ ভ্যাকসিনের মধ্যে ২৪ লাখ ২৪ হাজার ৭৪০ ডোজ দেশে এসেছে।  

 

Link copied!