দেশে আরও ১০ জন ওমিক্রনে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২২, ০৪:০১ এএম

দেশে আরও ১০ জন ওমিক্রনে আক্রান্ত

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে দেশে মোট ২০ জন ওমিক্রনে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।  

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি)।

জিআইএসএআইডি জানিয়েছে, দেশে<নতুন করে আক্রান্তরা রাজধানীর বাসিন্দা। তবে আক্রান্তদের বিদেশ ভ্রমণ করার বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

জিআইএসএআইডি জানায়, ওমিক্রনে আক্রান্ত এসব ব্যক্তির নমুনা গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে সংগ্রহ করা হয়েছিল।

প্রসঙ্গত, গত নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবার শনাক্ত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে পড়ে করোনার নতুন ধরন ও্মিক্রন। প্রতিবেশি দেশ ভারতে প্রতিদিনই ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে বিধিনিষেধ জারি করা হয়েছে।

Link copied!