নতুন বছরে পরাজিত হবে করোনা: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১, ২০২২, ০৪:৩৮ পিএম

নতুন বছরে পরাজিত হবে করোনা: ডব্লিউএইচও

বিশ্বের দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে চলতি ২০২২ বছরে করোনাভাইরাসকে পরাজিত করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয় খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতে একটি বিবৃতি দিয়েছেন ডব্লিউএইচওর প্রধান। এতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুতের বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস শাক্ত হওয়ার দুই বছর পর করোনার বিদায় নিয়ে কথা বললেন ডব্লিউএইচও প্রধান।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বিশ্বজুড়ে যখন ৫৪ লাখ ৫২ হাজার ৯০০ (১ জানুয়ারি পর্যন্ত) জনের মৃত্যু ও ২৮ কোটি ৮৫ লাখের বেশি আক্রান্ত, ঠিক সে সময়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান করোনাকে পরাজিত করার  আশাবাদ ব্যক্ত করলেন।  

আশাবাদ ব্যক্ত করলেও নতুন বছরের শুরুতে করোনা নিয়ন্ত্রণের সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। কারণ হিসেবে করোনা মোকাবেলায় বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদির উপস্থিতিকে উল্লেখ করেন।

তেদরোস আধানম সংকীর্ণ জাতীয়তাবাদ ও ভ্যাকসিন মজুদ বিষয়ে সতর্ক করে বলেন, যদি আমরা অসমতা রুখতে পারি, আমরা তবে মহামারী রুখতে পারবো।

চলতি বছরের জুলাই মাসের মধ্যে বিশ্বের ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা  কাজ করবে বলেও তিনি জানান

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!