নিউমার্কেটে বিক্ষোভের ঘটনায় পৃথক মামলা, তিন হাজার জনকে আসামি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২১, ০৯:০৩ পিএম

নিউমার্কেটে বিক্ষোভের ঘটনায় পৃথক মামলা,  তিন হাজার জনকে আসামি

করোনার সংক্রমণ রোধে সাত দিনের সরকারি বিধিনিষেধ জারির পর রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের বিক্ষোভ ও নাশকতার ঘটনায় প্রায় ৩ হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। একই ঘটনায় গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রবিবার (৪ এপ্রিল) দেশব্যাপী লকডাউনের বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারির পর ‘স্বাস্থ্যবিধি মেনে’ মার্কেট খুলে দেয়ার দাবিতে আন্দোলন করেন নিউমার্কেট এলাকার দোকানদার, কর্মচারী ও ব্যবসায়ীরা। তাদের ওই বিক্ষোভ চলাকালে অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে এদিন রাতে রাজধানীর নিউমার্কেট থানায় পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ অজ্ঞাত পরিচয় উল্লেখ করে প্রায় ৩ হাজার বিক্ষোভকারীকে আসামি করে মামলা দায়ের করেন।

পরের দিন সোমবার (৫ এপ্রিল) মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তা গ্রহণ করেন। এরপর মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ মে দিন ধার্য করেন আদালত।

এদিকে, নিউমার্কেট এলাকায় বিক্ষোভ চলাকালে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর গাড়ি ভাঙচুরের ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর নিউমার্কেট থানায় আইনজীবী নাজনীন নাহার নিরুপমা অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

সোমবার (৫ এপ্রিল) মামলার এজাহার আদালতে পৌঁছালে তা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ মে দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ‘বাদী সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। অফিস থেকে বাসায় ফেরার পথে তার ব্যবহৃত প্রাইভেট গাড়িটি নিউমার্কেটের ৪ নং গেটের সামনে পৌঁছায়। এরপর বাদী দেখতে পান ১০০-১৫০ জন বিক্ষোভকারী নিউমার্কেটের সামনে লকডাউনবিরোধী বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীদের ১০-১৫ জন বাদীকে বলেন, কোনো গাড়ি চলবে না। গাড়ি থেকে নেমে যান। বাদী গাড়ি থেকে না নামলে বিক্ষোভকারীরা বাদীর গাড়ির চারপাশ ঘিরে ফেলেন। এরপর গাড়ির চারপাশে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। এতে বাদীর ১ লাখ ৫০ হাজর টাকা ক্ষয়ক্ষতি হয়।’

বাদী আরও উল্লেখ করেন, ‘বিক্ষোভকারীরা রাস্তায় থাকা বাস থেকে নারী-শিশুদের নামিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এলে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পরে বাদী ঘটনাস্থল থেকে চলে আসে। উক্ত ঘটনা বাদী আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের করেন।'

Link copied!