২০২১ সালের শেষ দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৪ প্রাণ। নতুন বছরের প্রথম দিন শনিবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৬ জনে।
বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৫ হাজার ২১৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন।
এর আগে, শুক্রবার (৩১ ডিসেম্বর) দেশে করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা যান। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হন ৫১২ জন।