সেপ্টেম্বর ১, ২০২১, ০৬:২১ পিএম
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র প্রায় ৫০ লাখ কোভিডের টিকা প্রদান করবে বাংলাদেশকে। এক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মেডিকেল সামগ্রী বিতরণকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার একথা বলেন।
বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাসপাতালটিতে একটি কেন্দ্রীয় পানি শোধনাগার স্থাপন, চিকিৎসা সরঞ্জাম পরিষ্কারের যন্ত্র, অ্যাম্বুলেন্সসহ বেশকিছু চিকিৎসা উপকরণ উপহার দেওয়া হয়।
করোনা ভাইরাসের টিকা সহায়তার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় সারাবিশ্বে টিকা বিতরণ করে থাকে টিকা উৎপাদনকারী দেশগুলো।
সেবার মান ও আধুনিকতায় একমসয় হাসপাতালটি এগিয়ে থাকলেও করোনাকালে সামনে আসে নানা সমস্যার কথা। তবে আবারও হারানো গৌরব ফিরে পেতে কাজ করে যাচ্ছে হলি ফ্যামিলি হাসপাতাল। একাজে তারা সঙ্গী হিসেবে পেয়েছে যুক্তরাষ্ট্রকে।
হলি ফ্যামিলির যেকোনো সহায়তায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রবার্ট মিলার। এসময় কোভিড মোকাবিলায় বাংলাদেশের টিকদান কর্মসূচি চালিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদানের আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত। বাংলাদেশের যে কোনো সহায়তায় যুক্তরাষ্ট্রের মানুষ পাশে থাকবে বলেও জানান তিনি।
১৯৫৩ সালে সিস্টারস অব ফিলা ডিল নামে এক মিশনারি প্রতিষ্ঠিতি এ হাসপাতালটি স্বাধীনতার আগে পর্যন্ত তারাই পরিচালনা করে। স্বাধীনতার পর রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পরিচালিত হতো হাসপাতালটি। মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা এবং বহু নাগরিকের জন্য চিকিৎসার নিরাপদ আশ্রয়স্থল ছিলো হলি ফ্যামিলি হাসপাতাল।