বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৭:৫৭ পিএম

বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্যকর্মীদের নমুনা  সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

প্রবাসী কর্মী ও বিদেশগামী যাত্রীদের দ্রুততম সময়ে করোনা পরীক্ষা করতে ছয়টি প্রতিষ্ঠানের ৬টি আরটি-পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম গত শনিবার (২৫ সেপ্টেম্বর) শুরু হবার কথা থাকলেও তা হয়নি। তার পরিবর্তে আজ (রবিবার, ২৬ সেপ্টেম্বর) হলো।

যে ছয়টি প্রতিষ্ঠান করোনা পরীক্ষা করবে তাদেরই মোট ১৮ জনের নমুনা নেওয়া হয়েছে। তাঁরাই করোনা পরীক্ষার কাজে যুক্ত থাকবেন। তাঁদের দিয়ে ট্রায়াল শুরু করা হচ্ছে।

এই নমুনা পরীক্ষার ফলাফল পেলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। তারপর তারা সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করবেন। তবে এটি কবে থেকে হবে তা নিাশ্চত নয়।

যে ছয়টি প্রতিষ্ঠান করোনা পরীক্ষা করবে সেগুলো হলো, স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

Link copied!