বিশ্বজুড়ে সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ০৫:০৭ পিএম

বিশ্বজুড়ে সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল

করোনা মহামারি ও প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে আড়াই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার ট্র্যাফিক সাইট ফ্লাইটঅ্যাওয়্যারের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১ জানুয়ারি) বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর প্লেনের কর্মীদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হওয়ায় এয়ারলাইন্সগুলো হিমশিম খাচ্ছে।

অপরদিকে, ভ্রমণকারীদের দুর্ভোগ বাড়িয়ে প্রবল তুষারপাতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল।

করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টের সংক্রমণ ঠেকাতে বড়দিনের ছুটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে অনেক দেশ। ফলে সপ্তাহজুড়ে আসছে একের পর এক ফ্লাইট বাতিলের ঘোষণা।

Link copied!