ব্রাজিলে সিনোভ্যাকের ১ কোটি ২১ লাখ টিকা বাতিল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:৪০ পিএম

ব্রাজিলে সিনোভ্যাকের ১ কোটি ২১ লাখ টিকা বাতিল

অননুমোদিত কারখানায় উৎপাদন করা হয়েছে এমন অভিযোগে সিনোভ্যাকে ১ কোটি ২১ লাখ টিকা বাতিল করেছে ব্রাজিল। ব্রাজিলের ফেডারেল স্বাস্থ্য সংস্থা আনভিজা শনিবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উৎপাদিত করোনাভাইরাস টিকা বাতিলের কথা জানায়।  

সংস্থাটি আরো জানিয়েছে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) ব্রাজিলের শহর সাও পাওলোর চিকিৎসা গবেষণা কেন্দ্র বুতানতেন ইনস্টিটিউট এসব ডোজের বিষয়ে সতর্ক করে।

এসব টিকা ব্রাজিলে স্থানীয়ভাবে বোতলজাত ও প্যাকেটজাত করার জন্য বুতানতেন ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছিল সিনোভ্যাক। বুতানতেন ইনস্টিটিউট জানিয়েছে, ব্রাজিলে পাঠানো ১ কোটি ২১ লাখ ডোজ তাদের কারখানায় তৈরি করা হয়েছিল।

এদিকে ব্রাজিলের ফেডারেল স্বাস্থ্য সংস্থা আনভিজা বলেছে, তারা ওই উৎপাদন কারখানা পরিদর্শন করেনি এবং উল্লেখিত টিকার জরুরি ব্যবহারে অনুমোদনও দেয়নি। জনগণকে সম্ভাব্য ঝুঁকির মধ্যে ফেলা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আনভিজা আরো জানিয়েছে, বুতানতেন তাদের কারাখানায় আরও মোট ৯০ লাখ ডোজ উৎপাদন করেছে।

উল্লেখ্য, চলতি বছরের প্রথমদিকে ব্রাজিলে টিকাদান কর্মসূচী শুরু হওয়ার সময় অনুমোদিত টিকাগুলোর বেশিরভাগই সিনোভ্যাকের ছিল।

দেশটিতে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা ২ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৩৬২ জনের।

 

Link copied!