ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরো এক দফা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। দেশে করোনার পরিস্থিতির উন্নতি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার (১৩ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানান। সীমান্তে মানুষ পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে।
পররাষ্ট্র সচিব জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বন্ধ রাখা হয়েছে, বাকি পাঁচটি বন্দর দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা শর্ত মেনে দেশে ফিরতে পারবেন।
ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরবর্তীতে আরো চার দফা সেই মেয়াদ বাড়িয়ে সর্বশেষ ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের ঘোষণা দেয়া হলো।