মঙ্গলবার শাবিপ্রবিতে করোনার টিকা দেওয়া হবে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ০৬:১৮ এএম

মঙ্গলবার শাবিপ্রবিতে করোনার টিকা দেওয়া হবে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলবার (১১ অক্টোবর) ক্যাম্পাসে করোনার টিকা দেওয়া হবে। এদিন সকালে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমদিন ২০০ ডোজ টিকা দেওয়া হবে। এ ক্ষেত্রে যেসব শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেও খুদে বার্তা পাননি, তাদেরও দেওয়া হবে।

তবে সিভিল সার্জন কার্যালয় থেকে কোন ধরনের টিকা দেওয়া হবে, সেটি নিশ্চিত নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন  এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মেডিকেল সেন্টারের ১০৪ নম্বর কক্ষে শিক্ষার্থীদের টিকা প্রদানের পদক্ষেপ নেওয়া হয়েছে। ১২ অক্টোবর সকাল ১০টা থেকে আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ২০০ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। এ জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই টিকা রেজিস্ট্রেশনের মূল কপি বা ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। পরবর্তী সময়ে এ টিকার কার্যক্রম বর্ধিত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

Link copied!