ময়মনসিংহ মেডিকেলে করোনায় প্রাণ গেল ১৭ জনের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৫, ২০২১, ০৫:১৪ পিএম

ময়মনসিংহ মেডিকেলে করোনায় প্রাণ গেল ১৭ জনের

করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। বিভাগের বিভিন্ন জেলা থেকেও চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।

রবিবার (২৫ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ৬৪ জন ভর্তি হয়েছেন। এনিয়ে রবিবার (২৫ জুলাই) পর্যন্ত ৪৭৮ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন রবিবার (২৫ জুলাই) সকালে দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় রবিবার (২৫ জুলাই) গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘শনিবার গত ২৪ ঘন্টায় মৃত ১৭ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ছিলেন ১০ জন। অন্য ৭ জন করোনার বিভিন্ন  উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে যারা  করোনা পজিটিভি শনাক্ত ছিলেন তারা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার নিতু (২৫), মুক্তাগাছা উপজেলার আবুল হোসেন (৬২), ঈশ্বরগঞ্জ উপজেলার সোহরাব উদ্দিন (৭২) ও আছিয়া বেগম (৭৫), শেরপুর জেলার নকলা উপজেলার খাদিজা বেগম (৬৫), নলিতাবাড়ী উপজেলার আফরোজা বেগম (৪০), নেত্রকোনা সদরের মমতা বেগম (৫৫)  ও কবির হোসেন (৩০), জামালপুর দেওয়ানগঞ্জ উপজোলার গোলাম আযম (৫০) এবং গাজীপুরের  শ্রীপুর উপজেলার রতন মিয়া (৪৭)।

হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রেনু বালা (৫৫), রুস্তম আলী (৭০) ও দীনেশ চন্দ্র দাশ (৮০), জেলার ত্রিশাল উপজেলার আবুল কাশেম (৪৫), নান্দাইল উপজেলার মাওলানা আবু সাঈদ (৭৫), শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সাজেদা বেগম (৫০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার সাথিয়া (৪৫)।

এদিকে, মংমনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান,রবিবার গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৪ জন। এই সময়ে ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ২৬ দশমিক ৩২।’

ডা. মোহাম্মদ নজরুল ইসলঅম আরও জানান, ময়মনসিংহ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত মোট ১২ হাজার ৪৮৫ জন ‍করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। জেলায় এ পর্যন্ত ৯ হাজার ১৮৩ জন সুস্থ হয়েছেন বলেও তিনি জানান।

 

Link copied!