যুক্তরাজ্যে একদিনে রেকর্ডসংখ্যক ওমিক্রনে আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ০৪:০১ পিএম

যুক্তরাজ্যে একদিনে রেকর্ডসংখ্যক ওমিক্রনে আক্রান্ত

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে রেকর্ড করা ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার ছাড়িয়েছে। এবং গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন রেকর্ড সংখ্যক ১০ হাজারের বেশি।

যুক্তরাজ্যে গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছে বলে ধারনা করছেন দেশটির স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এছাড়া ওমিক্রনে আক্রান্তদের মধ্যে হাসপাতালে আছেন ৮৫ জন।

লন্ডনের মেয়র সাদিক খান এটিকে 'বড় ঘটনা' হিসেবে উল্লেখ করে বলেছেন, “হাসপাতালে স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতি বেড়েছে। সবার সঙ্গে পরামর্শ করে একে ‘বড় ঘটনা’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।”

স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, লন্ডনে নতুন করোনা শনাক্তদের ৮০ শতাংশের বেশি ওমিক্রন ভ্যারিয়েন্ট বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন ধরে রেকর্ড করোনা শনাক্তের পর শনিবার যুক্তরাজ্যে আরও ৯০ হাজার ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, লন্ডনের হাসপাতালে ১ হাজার ৫৩৪ জন করোনার রোগী ভর্তি আছেন। যা গত সপ্তাহের চেয়ে ২৮.৬ শতাংশ বেশি এবং প্রতিদিন প্রায় ২০০ জন নতুন করে ভর্তি হচ্ছেন।

মন্ত্রীদের সতর্ক করা হয়েছে, যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে নতুন কোনো ব্যবস্থা ছাড়াই দিনে রোগী ভর্তির সংখ্যা ৩ হাজারে পৌঁছাতে পারে।

সূত্র: রয়টার্স

Link copied!