যুক্তরাষ্ট্রের ৫ রাজ্যে ওমিক্রন শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২১, ১১:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের ৫ রাজ্যে ওমিক্রন শনাক্ত

যুক্তরাষ্ট্রে হানা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দেশটির পাঁচটি রাজ্যে মোট ১০ জনের দেহে নতুন এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স নিউইয়র্কের কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

জানা গেছে, ভ্যাকসিন নেয়াদেরও ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়া, কলারাডো, মিনেসোটায় ওমিক্রনের উপস্থিতি শনাক্ত হওয়া প্রত্যেকের করোনার দুই ডোজ টিকা নেয়া ছিল। টিকা নেয়াদের শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া দেশটির হাওয়াই অঙ্গরাজ্যে ভ্যাকসিন না নেয়া একজনের ওমিক্রন ধরা পড়েছে। ওই ব্যক্তির শরীরে মাঝারি মাত্রার লক্ষণ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে প্রথম ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মিনেসোটার বাসিন্দা। ওই ব্যক্তি টিকার পূর্ণ ডোজ নিয়েছিলেন। সম্প্রতি নিউইয়র্ক সিটিতে ভ্রমণ করে একটি সম্মেলনে যোগও দিয়েছিলেন তিনি।

এদিকে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড়দিনের পার্টি ছোট আকারে করার কথা জানিয়েছে। কোম্পানির মধ্যেই বিভাগভিত্তিক হবে এসব পার্টি।

Link copied!