রাষ্ট্রদূতদের বিরুদ্ধে অক্সিজেন সংরক্ষণ করে রাখার অভিযোগ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

মে ৫, ২০২১, ০৮:২০ পিএম

রাষ্ট্রদূতদের বিরুদ্ধে অক্সিজেন সংরক্ষণ করে রাখার অভিযোগ ভারতের

সম্প্রতি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন দেশের দূতাবাসে অক্সিজেন সংরক্ষণ করে রাখার অভিযোগ তোলেন।

মার্কিন দূতাবাসের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, 'আমরা গোটা পরিস্থিতিটাকে কাছ থেকে পর্যবেক্ষণ করছি। আমাদের কর্মীদের জন্য যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা হচ্ছে। টিকাকরণেরও ব্যবস্থা করা হচ্ছে।'

বিভিন্ন দূতাবাসে অক্সিজেনের মতো করোনা নিয়ন্ত্রণ সামগ্রী সংরক্ষিত করে রাখার অভিযোগ বিষয়ে তিনি বলেন,  'এটা সত্যিই উচিত নয়। কিন্তু কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে যেটুকু করা প্রয়োজন, তা করতেই হচ্ছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক দূতাবাস কর্মকর্তা বলেন, 'করোনা হলে সঙ্গে সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েই জানানো উচিত্। কিন্তু সত্যি বলতে দিল্লির যা অবস্থা তাতে হাতের কাছে যে সাহায্য মিলবে, সেটাই দ্রুত গ্রহণ করা ছাড়া উপায় নেই।'

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, 'করোনা পরিস্থিতিতে তাদের যতটা সম্ভব অবশ্যই সাহায্য করা হচ্ছে। কিন্তু শুধুমাত্র কূটনীতিকদের জন্য বেড সংরক্ষণ করে রাখা এই পরিস্থিতিতে সত্যিই অসম্ভব।'

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে এতদিন কোনও মন্তব্য করেননি  বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। কিন্তু, বর্তমানে ভারতে করোনার যে লাগামহীন অবস্থা চলছে, তাতে আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা।

দেশটিতে করোনার বাড়বাড়ন্ত দেখে অনেকগুলো দেশ তাদের অধিকাংশ দূতাবাসকর্মীদের দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও নরওয়ের দূতাবাসে হাতেগোনা কয়েকজন বাদ দিয়ে সকলকেই দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতে তানজানিয়ার প্রতিরক্ষা পরামর্শদাতা কর্নেল ডঃ বিউটাস লুলার গত সপ্তাহে করোনায় মৃত্যু হয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখে জানিয়েছে তানজানিয়া।

সূত্র: হিন্দুস্তান টাইমস। 

Link copied!