লকডাউনে সুনসান সচিবালয়, শোনা যায় পাখির ডাক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২১, ০২:৩৭ এএম

লকডাউনে সুনসান সচিবালয়, শোনা যায় পাখির ডাক

দেশের প্রায় সকল অফিসের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয়। সরকারের নির্বাহী বিভাগের সব কাজ দেখভাল করা হয় এখান থেকেই। ফলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ভিড় লেগেই থাকে।

বিভিন্ন মন্ত্রী-সচিবদের দপ্তরের পাশাপাশি অন্যান্য দপ্তরগুলোও সারাক্ষণ গমগম করে। কিন্তু এবারের লকডাউনে যেনো পাল্টে গেছে সচিবালয়ের চিরচেনা সেই রূপ।

মঙ্গলবার (২০ এপ্রিল) সচিবালয় ঘুরে দেখা যায়, অধিকাংশ মন্ত্রণালয়ের অফিসে ঝুলছে তালা। জনপ্রশাসন, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো কিছু মন্ত্রণালয়ের কয়েকটি কক্ষ খোলা।

এদিন নবনিযুক্ত স্বাস্থ্য সচিবকে দেখা গেছে, করোনা সতর্কতার অংশ হিসেবে নিজের কক্ষের দরজা খোলা রেখে এসি বন্ধ করে ফ্যান ছেড়ে বসে থাকতে। দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীদের আনাগোনা নেই বললেই চলে।

গত ১৪ এপ্রিল থেকে সকল সরকারি অফিস বন্ধ থাকায় সচিবালয়ও কার্যত বন্ধ রয়েছে। এর মধ্যেই যেসব মন্ত্রণালয়ে জরুরী কাজ রয়েছে ওই মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে অফিস করছেন। 

গত কয়েকদিন ধরে সচিবালয়ের বিভিন্ন দপ্তর বন্ধ থাকলেও, বেশিরভাগ মন্ত্রী, সচিব বাসা থেকেই ভার্চুয়ালি অফিস করছেন। সেখান থেকে অনলাইনেই সম্পন্ন করছেন সব গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ।

ফাঁকা সচিবালয় এবং আশপাশের এলাকায় এখন গাড়ির শব্দও নেই তেমন একটা। সেই সুযোগে এখন সচিবালয়ে কান পাতলে শোনা যায় বিভিন্ন পাখির ডাক।

Link copied!