শিশুদের টিকা প্রদান কর্মসূচী শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৫, ২০২১, ১২:৪২ এএম

শিশুদের টিকা প্রদান কর্মসূচী শুরু

শুরু হয়েছে শিশুদের পরীক্ষামূলক টিকা প্রদান কর্মসূচী। বৃহস্পতিবার (১৪ অক্টেবর) মানিকগঞ্জ সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোবাশ্বির রহমান রাফিকে টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এর মধ্য দিয়ে সারা দেশে শিশুদের পরীক্ষামূলক করোনা টিকাদান কার্যক্রম শুরু হলো। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ১ কোটি শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ১২ খেকে ১৭ বছর বয়সী ৩০ লাখ শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে’।

তিনি আরো বলেন, ‘ফায়জার সবচাইতে নিরাপদ টিকা। শিশুদের নিরপত্তার কথা চিন্তা করে তাদের জন্য এই টিকার ব্যবস্থা করা হয়েছে’। এছাড়া আমাদের দেশে ফায়জারের ৬০ লাখ টিকা মজুদ আছে জানিয়ে তিনি বলেন, ‘কেবল টিকা দিলেই হবে না, মাস্কসহ স্বাস্থবিধি মেনে চলতে হবে’।

এদিন, মানিকগঞ্জের চারটি স্কুলের মোট ১২০ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়।

Link copied!